সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সবজির সিন্ডিকেট ভাঙ্গতে ভ্রাম্যমান আদালত : ২৩ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিনিধি ::
সবজির মূল্য বৃদ্ধি তথা উর্দ্ধগতি নিয়ন্ত্রনে মীরসরাই উপজেলার বিভিন্ন হাটবাজারে পাইকারী সবজি ব্যবসায়ী উচ্চমূল্য তদারকি করে সোমবার ( ২১ অক্টোবর) ভ্রাম্যমান আদালত করে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী। বিকাল ৩ টা থেকে সন্ধ্যা নাগাদ মীরসরাই উপজেলার মিঠাছরা ও জোরারগঞ্জ বাজারের পাইকারী এবং খুচরা বিক্রেতাদের কাছ থেকে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্য তদারকি পূর্বক উক্ত আদালত পরিচালনা করেন। এসময় তিনি মরিচ, পটল সহ বিভিন্ন সবজি উচ্চমূল্যে বিক্রির দায়ে জোরারগঞ্জ বাজারের পাইকারি বিক্রেতা অজিত পালকে ২০ হাজার টাকা ও খুচরা বিক্রেতা রুবেল কে ৩ হাজার টাকাসহ নগদ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করে। উক্ত ভ্রাম্যমান আদালতকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম প্রমুখ। এসময় সকল পাইকারি খুচরা বিক্রেতাকে এখন থেকে বিক্রয় মুল্য ঝুলিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।